Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০১৫

৪র্থ ডিজাস্টার রেসপন্স বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স


প্রকাশন তারিখ : 2015-10-25

জাতিসংঘ উন্নয়ন তহবিল(ইউএনডিপি, বাংলাদেশ) এর ইআরএফ প্রকল্পের আর্থিক সহায়তায় বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ১৫-১৯ অক্টোবর, ২০১৫ তারিখ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ৪র্থ দুর্যোগ রেসপন্স বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হয়। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তর ও বিভিন্ন অঞ্চল থেকে ৩৮ জন স্কাউটার এই কোর্সে অংশগ্রহণ করেন। জাতীয় কমিশনার(সমাজ উন্নয়ন) ও সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় জনাব মোঃ শাহ কামাল, জাতীয় উপ কমিশনার(সমাজ উন্নয়ন) ও যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় জনাব মোঃ মোহসীন ও জাতিসংঘ উন্নয়ন তহবিল(ইউএনডিপি, বাংলাদেশ) এর ইআরএফ প্রকল্পের ডা...কোর্স পরিদর্শন করে প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন। জনাব মোঃ শাহ কামাল বাংলাদেশ সরকারের দুর্যোগ আক্রান্তদের সহায়তা করার লক্ষ্যে স্থায়ী আদেশাবলী,প্রশমনের পরিকল্পনা ও বিধি সম্পর্কে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর ভূমিকা, বাংলাদেশ স্কাউটসের সদস্যগণের দায়িত্ব বিস্তারিত আলোচনা করেন। এই কোর্সে ৮ জন প্রশিক্ষক ও ৩ জন অতিথি বক্তা নির্ধারিত সিলেবাসের উপর প্রশিক্ষণ প্রদান করেন। বিভিন্ন প্রকার দুর্যোগ, দুর্যোগে নিজেদের রক্ষা করার কৌশল, দ্রুত সময়ে সাড়াদান পদ্ধতি, রোগী উদ্ধার ও বহন পদ্ধতি, প্রাথমিক প্রতিবিধান, অগ্নিকান্ড ও উদ্ধার পদ্ধতি,কৃত্রিম শ্বাস-প্রশ্বাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্সের শেষ দিনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উদ্ধার ও নিরাপত্তা কাজের মহড়ার আয়োজন করা হয়।